জুয়েল সাদতের কাব্যগ্রন্থ সাদা মার্জিন’র মোড়ক উন্মোচন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৮, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন



জুয়েল সাদতের কাব্যগ্রন্থ সাদা মার্জিন’র মোড়ক উন্মোচন

আমেরিকা প্রবাসী কবি সাংবাদিক জুয়েল সাদতের নতুন কবিতার বই ‘সাদা মার্জিন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার সিলেটের টুকেরবাজারস্থ হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মু. হায়াতুল ইসলাম আকঞ্জি।

মোড়ক উন্মোচন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, ‘জুয়েল সাদতের সাহিত্যচর্চা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার বহুমাত্রিক কাজ আমাকে সম্মোহিত করে। আমেরিকার মতো একটি গতিশীল দেশে থেকেও সে সাহিত্যচর্চা অব্যাহত রেখেছে।

আবুল মনসুর মো. খালেদের সভাপতিত্বে ও গল্পকার মিনহাজ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমাজকর্মী ইমরান ইমন।
উপস্থিত ছিলেন, শাবিপ্রবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত চৌধুরী, কবি মামুন সুলতান, কবি জুনায়েদ খোরাসানি, রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমেদ, সমাজসেবী এ কে এম তারেক (কালাম), মিসবাহ উদ্দিন, মুহিবুর রহমান, এনামুল হোসেন এনাম, বেলাল আহমেদ মুরাদ ও প্রিন্স বিপ্লব এষ, সজীব মো. আরিফ, ইশরাক জাহান জেলি, মোশাররফ হোসেন সুজাত, ডা. শিহাব, আজমল আহমদ, টিপু শিকদার, সম্রাট তারেক, জালাল জয়, আবিদ কাওসার, জেনারুল ইসলাম, আবিদ কাওসার, জুমায়েল বক্স, জসিম উদ্দিন প্রমুখ।

দোআঁশ প্রকাশন থেকে প্রকাশিত সাদা মার্জিন কবিতার বইটিতে ৪২টি কবিতায় কবি জুয়েল সাদতের ৪২টি ছবি সংযুক্ত রয়েছে। এই প্রথম বইটিতে দুটো প্রচ্ছদের সম্মিলন ঘটানো হয়েছে। প্রচ্ছদ ও অলংকরন করেছেন দোআঁশের লুৎফুর রহমান তোফায়েল। বিপণনে আছে রকমারি, বইবাজার, নির্বাচিত, কানামাছি। বইটির রয়ালিটি সাদাত ফাউন্ডেশনে দানকৃত। বইটি শীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল।

আরসি-০৮