জিন্দাবাজারের ছয় দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৯, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন



জিন্দাবাজারের ছয় দোকানে চুরি
প্রায় দেড় লাখ টাকা লুট

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ৬টি দোকান থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে জিন্দাবাজারের পঞ্চখানা মার্কেটের ৫টি দোকান ও পাশের মার্কেটের একটি দোকানের তালা ভেঙ্গে তছনছ করে এবং নগদ টাকা নিয়ে যায়। এসময় চোরদের হামলার শিকার হোন মার্কেটের এক ব্যবসায়ী।

পঞ্চখানা মার্কেটের ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, দ্বিতীয় তলার একটি সরু ফটক আছে। সেটির তালা ভেঙে চোর প্রবেশ করেছিল মার্কেটের ভেতরে। মোট ৫টি দোকানের তালা ভেঙে তারা প্রবেশ করে। এসময় মার্কেটের তৃতীয় তলার মিশু এন্টারপ্রাইজ, দ্বিতীয় তলার রেমন্ড টেইলর্স অ্যান্ড এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স, ইসলামিয়া লাইব্রেরী ও শামীম টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্সের ড্রয়ার ভাঙে কাগজপত্র তছনছ করে। এসময় মার্কেটের দ্বিতীয় তলার শামীম টেইলার্স থেকে ১ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া পাশের মার্কেটের বলাকা সাইকেল স্টোর থেকেও ১৫ হাজার টাকা নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে বলে জানান ব্যবসায়ীরা।

শামীম টেইলার্সের স্বত্বাধিকারি শামীম আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার দুটি ক্যাশে (ড্রয়ারে) টাকা ছিল। একটিতে ৮২ হাজার টাকা ছিল। এই টাকা আমার এক বড় ভাই লটারি জিতে পেয়েছিলেন। তার কর্মস্থলে প্রতি সপ্তাহে একটি লটারি হয়। সেখানেই তিনি জিতেছিলেন এই টাকা। অন্য ক্যাশে ছিল ৪৩ হাজার টাকা। মার্কেটের নিচ তলায় আমার আরেকটি দোকান আছে। সেই দোকানের টাকাই এখানে এনে রেখেছিলাম।    

এদিকে হামলার শিকার হওয়া মার্কেটের ডট ফোর নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ আমার পাশের দোকান মিশু এন্টারপ্রাইজে বেশ জোরে শব্দ শুনতে পাই। কয়েকবার শব্দ শুনে কৌতুল হয়। বেরিয়ে এসে দেখি দোকানের দরজা খোলা। ভেতরে উকি দিতেই দুজনকে দেখতে পাই। একজন আমায় ধাক্কা দিলে দেওয়ালে গিয়ে লেগে আঘাতপ্রাপ্ত হই। এসময় আমার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। আর অন্য চোর তার হাতে থাকা লম্বা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমার দিকে তাক করে ভয় দেখায়। এসময় ‘চোর চোর’ বলে চিৎকার করে উঠলে  ৩ তলা থেকে চোরেরা নেমে যায়। দুই তালার যে গেটের তালা ভেঙে তারা প্রবেশ করেছিল, সেই গেট দিয়ে তারা পালিয়ে যায়।

সেই মার্কেট থেকে পালিয়ে পাশের মার্কেটে গিয়ে টিন কেটে তার ভেতরে প্রবেশ করে সেখানে নগদ টাকা চুরি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে পালায় বলে জানান এই ব্যবসায়ী।    

এই বিষয়ে জানতে চাইলে পঞ্চখানা মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল খান বলেন, বৃহস্পতিবার রাত থেকে সিটি করপোরেশনের কর্মীরা সড়ক সংস্কারের কাজ করছিলেন। তাদের যন্ত্রপাতির ব্যবহারের শব্দও হচ্ছিল। এই সুযোগটা নিয়েছে চুরির সঙ্গে জড়িতরা। সেই শব্দের কারণে তালা ভাঙার শব্দও শুনতে পাননি মার্কেটের নিরাপত্তা কর্মী। পরে ব্যবসায়ীর চিৎকার শুনে তড়িঘরি করে গেট বন্ধ করলেও লাভ হয়নি। অন্য পথ দিয়ে তারা পালিয়ে যায়।

এই ঘটনায় তারা কমিটির জরুরী সভা ডেকে সবার মতামতের ভিত্তিতে শীঘ্রই থানায় অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।   

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তাছাড়া কেউ আমাদের এখন পর্যন্ত কোনো কিছু জানাননি।

আরসি-০৫