মালনীছড়ায় দুর্ঘটনায় আহত দুই

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৯, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন



মালনীছড়ায় দুর্ঘটনায় আহত দুই

সিলেট নগরের উপকণ্ঠ বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের মসজিদের সামনে এক সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম ও নাগরিক সেবা) বিএম আশরাফ উল্যাহ তাহের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর থানার মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মধ্যে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ০২(দুই) জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দূর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরসি-১০