হিসেবের বেড়াজালে বন্দী দলগুলো

ক্রীড়া প্রতিবেদক


জানুয়ারি ০৯, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন



হিসেবের বেড়াজালে বন্দী দলগুলো

ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের দেখা পেয়েছে কয়েকটি দল। তাদের জয়ে কপাল পুড়েছে পরাজিত দলগুলোর। তবে ড্রয়ের বৃত্তে বন্দী রয়েছে টিম সিলেট মিরর ও টিম নিউজ টোয়েন্টিফোর। সেমিফাইনাল খেলতে হলে তাই আজ শনিবার শেষ ম্যাচে জিততেই হবে তাদের। শুধু এ দুই দলের বেলাতেই নয়। শেষ চার দল নিশ্চিত হবে আজকের ম্যাচের বিজয়ীদের দিয়ে। হিসেবের বেড়াজালে বন্দী দলগুলোকে তাই মাঠে নামার আগে কষতে হবে নানা হিসেবে-নিকেষ।

এসব হিসেবের বেড়াজালের মধ্য দিয়ে সংবাদকর্মীদের সংবাদের বাইরেও নানা বিষয় ভাবতে হচ্ছে। ভাবতে হচ্ছে প্রতিপক্ষ দলগুলোর খেলোয়াড়দের নিয়ে। ভাবতে হচ্ছে কিভাবে জয় নিয়ে বেরিয়ে আসা যায়। এসবে অবশ্য জমে উঠেছে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলে নিয়েছে সব দল। আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দলগুলো। তবু ডিবিসি নিউজ ছাড়া আর কোনো দলেরই বাজেনি বিদায়ের বাঁশি। মিডিয়া কাপে অংশ নেওয়া আট দলের মধ্যে বাকি সাত দলের এখনও সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার।

সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার সকাল দশটায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ইটিভি রয়্যালস ও একাত্তরের কথা। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বি গ্রুপের দল ইটিভি। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে সেমিফাইনালের দ্বারপ্রান্তে। শেষ ম্যাচে তাই পয়েন্টের বিকল্প নেই দলটির। পয়েন্ট অর্জন করলেই নিশ্চিত হবে শেষ চার।

তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা একাত্তরের কথা গতকালের ম্যাচে ১-০ গোলে হেরে আগের পয়েন্টেই অবস্থান করছে। শেষ ম্যাচটা তাদের শুধু পয়েন্ট অর্জন করলেই হবে না, জিততেই হবে। অন্যথায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের।

দুপুর ১২ টায় মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দল সংবাদ টাইগার্স ও টিম নিউজ টোয়েন্টিফোর। সংবাদ টাইগার্স নিজেদের প্রথম ম্যাচে ড্র্র্র্র্র্র্র করলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। ফলে তারা এগিয়ে রয়েছে সেমিফাইনালের দৌড়ে। শেষ ম্যাচে তাই পয়েন্ট অর্জন করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে হেরে গেলে পাল্টে যেতে পারে সব হিসেবে-নিকেষ।

বেলা সোয়া ২টায় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম সিলেট মিরর বনাম জৈন্তা বার্তা ঈগলস। মাত্র ১ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ খেলতে নামা জৈন্তা বার্তা রয়েছে বড় ডেডজোনে। সেমিফাইনাল খেলতে হলে তাদেরকে শুধু জিতলেই হবে না, তাদের জিততে হবে বড় ব্যবধানে। তবে জয়ের জন্য মুখিয়ে আছে টিম সিলেট মিররও। শেষ চারে নাম লেখাতে মরিয়া দলগুলোর খেলোয়াড়েরা।

টুর্নামেন্টের ডেডজোন হয়ে উঠা বি গ্রুপের বড় ডেডজোনে রয়েছে ডিবিসি নিউজ। কোনো পয়েন্ট অর্জন করতে না পারা দলটি শেষ ম্যাচে মুখোমুখি হবে উত্তরপূর্ব কিংসের। প্রথম ম্যাচে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি পরের ম্যাচে জয় পাওয়ায় চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে পয়েন্ট পেলে তাই তারা চলে যাবে শেষ চারে। তবে হেরে গেলে এই গ্রুপেও পাল্টাতে পারে হিসেব-নিকেষ। 

আরসি-০৩