বিতর্কে সাফল্য কুড়াচ্ছে ওসমানীনগরের প্রিয়া

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৪:৫৭ পূর্বাহ্ন



বিতর্কে সাফল্য কুড়াচ্ছে ওসমানীনগরের প্রিয়া

মায়ের সঙ্গে প্রিয়া

বিতর্ক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য বয়ে আনছে সিলেটের ওসমানীনগরের মেয়ে প্রিয়া দেব। সে জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রিয়া ওসমানীনগরের রবিদাস গ্রামের নীতিশ দেব ও চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা করের মেয়ে এবং প্রাইম এশিয়া ইউনিভারসিটির আইন বিভগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

প্রিয়া দেব সম্প্রতি এটিএন বাংলার ‘অর্থপাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা’ শীর্ষক ইউসিবি পার্লামেন্ট বিতর্কে প্রথম স্থান অর্জন করে। গতবছর প্রথম আলো বন্ধুসভা কর্তৃক দেশের ৮ বিভাগের ৮৯ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত ‘জাতীয় বারোয়ারী প্রতিযোগিতা’য় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে এককভাবে চতুর্থ এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এর আগে গাজীপুর ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘প্রতীতি জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা’য় অংশ নিয়ে অসাধারণ যুক্তি উপস্থাপন ও খন্ডন করে ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হারিয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়। এছাড়া সে বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়।

প্রিয়া দেব জানান, ছোটবেলা থেকেই বিতর্কের প্রতি তার প্রবল আকর্ষণ। তারপর মা, বাবা, শিক্ষক এবং সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে তিনি নিয়মিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তার সাফল্যের জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞ।

প্রিয়া দেবের মা সীমা কর বলেন, আমি নিজে একজন সংস্কৃতিকর্মী। পরিবারের উৎসাহে প্রিয়া ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। আশা করছি সে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে।

 

ইউডি/আরআর-০২