বিয়ানীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৯:০০ অপরাহ্ন
বিয়ানীবাজারের পল্লী থেকে ১৬ বছরের এক কিশোরী অপহরণ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ ঘটনায় জড়িত ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে।
গ্রেপ্তারকৃত যুবক আলম আহমদ (২৩) এর বাড়িও একই গ্রামে। সে পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, আলম আহমদ একই গ্রামের বাসিন্দা হওয়ায় অপহৃত ভিকটিমকে প্রায়ই উত্যক্ত করতো।
বৃহস্পতিবার ওই যুবক ভিকটিমের বাড়ি একা পেয়ে তাকে অপহরণ করে জকিগঞ্জে নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে ভিকটিমকে জিম্মী করে রাখে সে।
পরে বিয়ানীবাজার থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে আলম আহমদকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ম্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জের ধরে আলমের হাত ধরে ঘর ছাড়ে ওই কিশোরী। কিন্তু তার মা-বাবা ওই সম্পর্ক মেনে না নেয়ার কারণে থানায় এসে মামলা দায়ের করেন। ঘটনাটি এখন দুবাগ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এস এ/বি এন-০৩