সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২১
০৬:১২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
০৬:১২ অপরাহ্ন
ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত ছাড়িয়েছে ২৩ লাখ ১৯ হাজার।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত ইতালিতে করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৮০ হাজার ৩২৬ জনে।
এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছে ২৩ লাখ ১৯ হাজার ৩৬ জন করোনা রোগী। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৪ হাজারের মতো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৫০৭ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন নতুন ১৫ হাজার ৭৭৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে উতপত্তি হয় করোনাভাইরাস। দেশটির বাইরে এ ভাইরাস সবচেয়ে বড় আঘাত হানে ইতালিতে। সেসময় রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় ইউরোপের এ দেশ।
তবে জুনে সংক্রমণ আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে ইতালিতে। এরপর মহামারির দ্বিতীয় ধাক্কায় অক্টোবরের শেষ থেকে আবার বাড়তে থাকে মৃতের সংখ্যা।
এদিকে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে দেশটিতে। ডিসেম্বরের শেষের দিকে ফাইজার-বায়োএনটেকের টিকা পৌঁছে ইতালিতে। প্রথম চালানে যায় ১০ হাজারের কাছাকাছি ডোজ। রোমে এক তরুণী নার্সকে দিয়ে টিকাদান শুরু হয়।
বিএ-০৫