সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২১
০৭:০৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
০৭:০৮ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও।
টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বিলবাও। দলের হয়ে গোল দুটি করেন রাউল গার্সিয়া। রিয়ালের একমাত্র গোলটি এসেছে করিম বেনজেমার পা থেকে।
সুপার কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে ইতোমধ্যেই ফাইনালের টিকেট কেটে রেখেছে বার্সেলোনা। ফলে আগামী রবিবার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাসা-বিলবাও।
এএন/০২