চার বছর পর জুভেন্টাসকে হারাল ইন্টার মিলান

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
০২:২১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০২:২১ অপরাহ্ন



চার বছর পর জুভেন্টাসকে হারাল ইন্টার মিলান

 

দীর্ঘ চার বছর পর জুভেন্টাসকে হারাল ইন্টার মিলান। ২০১৬ সালে সেপ্টেম্বরের পর জুভেন্টাসের বিপক্ষে আর জয় পায়নি ইন্টার মিলান। রবিবার রাতে সেই অপেক্ষা ঘুচেছে। নিজেদের মাঠে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। গোল করেছেন দুই মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও নিকোলো বারেল্লা। এই জয়ে ১০ বছর পর নিজেদের লিগ জয়ের স্বপ্নটা আরেকটু পরিষ্কার দেখতে পারছে আন্তোনিও কন্তের দল।

এই আন্তোনিও কন্তের হাত ধরেই গত দশকে ইতালীয় ফুটবলের অবিসংবাদিত রাজার আসনে বসেছিল জুভেন্টাস। সময়ের ফেরে সেই কন্তের হাতেই এখন দায়িত্ব জুভেন্টাসকে সিংহাসনচ্যুত করার, যে রাজত্ব কয়েক বছর আগে নিজেই গড়েছিলেন, সে রাজত্ব ধ্বংস করে দেওয়ার। সে লক্ষ্যে যে তিনি ইন্টারকে নিয়ে বেশ ভালোভাবেই পথে আছেন, সেটাই যেন বোঝা গেল গতকাল। আর তাতেই রাতটা হতাশায় কেটেছে রোনালদোদের।

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর ক্রিস্টিয়ানো রোনালদোও প্রথম হারলেন ইন্টারের কাছে।

এএন/০৪