সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২১
০৮:১২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৮:১২ অপরাহ্ন
ম্যাচে এভাবেই একের পর এক সেভ করেছেন আলিসন।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে সমানে সমান লড়াই হয়েছে। গোল পায়নি কোনো দল। রবিবার তাদের ড্রয়ের দিনে জিতেছে ম্যানচেস্টার সিটি। তারা ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্রিস্টাল প্যালেসকে। লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকার দলকে বাঁচালেন বুক চিতিয়ে।
সেন্টারব্যাকহীন লিভারপুলের রক্ষণভাগকে বাঁচিয়েছেন আলিসন। আর তাতেই রক্ষা পেয়েছে নিজেদের মাঠে লিগে প্রায় চার বছর ধরে অপরাজিত থাকার রেকর্ডটা। সেটা রক্ষা পেলেও তিন পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ওদিকে ড্র হলেও লিগ টেবিলের শীর্ষস্থান হারায়নি ইউনাইটেড।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সাত গোল করা দলটা লিগের পরের চার ম্যাচে যেন গোল করা ভুলেই গেছে। সালাহ-মানে-ফিরমিনোরা মিলে এই চার ম্যাচে ৬২ শট মেরে গোল পেয়েছেন একটি। লিগে টানা তিন ম্যাচ গোলহীন লিভারপুল, ২০০৫ সালের মার্চের পর গোলের সামনে এমন হতশ্রী দশায় পড়েনি দলটা। ওদিকে প্রতিপক্ষের মাঠে গিয়ে এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত ইউনাইটেড। সবশেষ সেই ১৯৯৯ সালে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকেছিল দলটা।
১৮ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট কম নিয়ে লিভারপুল আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
এএন/০৬