প্রত্যেক সাংবাদিককে করোনা টিকা দেওয়া হবে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
১০:৪৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
১০:৪৮ অপরাহ্ন



প্রত্যেক সাংবাদিককে করোনা টিকা দেওয়া হবে

দেশের প্রত্যেক সাংবাদিক করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকায় কর্মরতরা প্রথম ধাপেই এই টিকা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে। যারা টিকা নিয়ে কাজ করছে, সবার সঙ্গে কথা বলে এটা নিয়ে আসা হচ্ছে। আশা করি সবাইকে আমরা টিকা দিতে পারবো।

সেরামের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে কিছু টিকা দেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত সরকার আমাদেরকে কিছু টিকা উপহারসরূপ দেবে। তবে, সেটা কি পরিমাণ তা এখনই বলতে পারবো না। অল্প সময়ের মধ্যে সেটা চলে আসবে। হয়তো প্রথম লট পাওয়ার আগেই উপহারের টিকা চলে আসতে পারে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।

জাহিদ মালেক বলেন, আমরা করোনা যেভাবে মোকাবিলা করতে পেরেছি। ঠিক সেভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগে সফল হবো। ভ্যাকসিন দেয়ার জন্য প্রায় ৪২ হাজার জনকে প্রশিক্ষিত করা হচ্ছে।

‘এছাড়া ৬৪ জেলার মধ্য ২৮টি জেলায় ভ্যাকসিন সংরক্ষণাগার তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৭ হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে।’

সূত্র মতে, দেশে প্রথম ধাপে সেরামের ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আসবে। তবে প্রথম ধাপে ২৫ লাখ নয়, ৫০ লাখ ডোজই প্রয়োগ করা হবে। আগে সিদ্ধান্ত ছিল, ৫০ লাখের ২৫ লাখ দেয়া হবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লাখই প্রয়োগ করা হবে।

বি এন-০৬