শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২১
০৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
০৯:৩৫ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বুধবার রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বিরামচর সাকিনস্থ মছদ মিয়ার বাড়ির দক্ষিন পার্শ্বে বাগান এলাকা অবস্থান করছে বলে খবর পাওয়া গেলে শায়েস্তাগঞ্জ থানার একদল ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।
এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ডাকাত সর্দার মুক্তার মিয়া (২৫) পিতা-গেদু মিয়া ও বাবুল মিয়া ওরফে রাসেল (২২) পিতা-ইসহাক উল্লাহ এই দুইজনকে আটক করা হয়।
আটককৃত উভয় ডাকাত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এর ৮ নং আসারকান্দি ইউনিয়নের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম সহ হাতে নাতে দুইজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী ও সাথে সম্পৃক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।
এস ডি/বি এন-০১