সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২১, ২০২১
০৯:২৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৯:৩০ পূর্বাহ্ন
বৈশ্বয়িক মহামারি করোনাভাইরাসের তাণ্ডব থেকে রক্ষা পেতে টিকা নামের সোনার হরিণের জন্য অপেক্ষা বিশ্বের প্রতিটি মানুষের। সেই বহু প্রতীক্ষিত টিকা অবশেষে দেশে আসছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় করোনার টিকা বহনকারী বিমান বাংলাদেশের মাটি স্পর্শ করবে। ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা আসছে আজ। দুপুরে পদ্মায় আনুষ্ঠানিকভাবে এসব টিকা হস্তান্তর করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বুধবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভারত সরকারের দেওয়া করোনা ভ্যাকসিন কাল (বৃহস্পতিবার) এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড ফ্লাইটে করে বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে ল্যান্ড করবে। তারপর সেখান থেকে ৮ নম্বর গেট দিয়ে সরাসরি ফ্রিজারের মাধ্যমে তেজগাঁও হেলথ কমপ্লেক্সের ইপিআই সেন্টারে চলে যাবে।’
বেসরকারিভাবেও টিকা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি কাল বেসরকারি পর্যায়েও কিছু টিকা আসবে। ১৫ লাখ ডোজ আসাার ব্যাপারে শুনেছি। তবে ওটার দায়িত্ব আমাদের নয়। বেক্সিমকো কর্তৃপক্ষ সরাসরি এ টিকা গ্রহণ করবে।’
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী টিকা হস্তান্তর করবেন।
এর আগে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।
এএফ/০২