ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয় পেয়েছে নুনু ফুটবল একাডেমি। আজ শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে নিজ মান্দারুকা মাঠে ফাইনালে প্রতিপক্ষ বিয়ানীবাজার ফুটবল একাদশের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-১ গোলে জয় পায় নুনু ফুটবল একাডেমি। ফাইনালে দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের মাহের আহমদ।
খেলায় অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, উমরপুর ইউনিয়নের চেয়াম্যান গোলাম কিবরিয়া, কমরেড আফরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নুনু ফুটবল একাডেমির সভাপতি সুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নুনু ফুটবল একাডেমির উপদেষ্টা আনা মিয়া, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন মস্তান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নুনু ফুটবল একাডেমির উপদেষ্টা চঞ্চল পাল, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রবাসী আওয়ামী লীগ নেতা ফয়ছল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, প্রবাসী নেতা শাহ মিনার মিয়া, রফিক উদ্দিন, রাজু আহমদ, সাবেক ফুটবলার আইনুল মিয়া, নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু ও ইউপি সদস্য খালেদ আহমদ খুকু।
ইউডি/আরআর-০৮