কোপা দেল রের শেষ ষোলোয় বার্সেলোনা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২১
১২:০৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১২:০৫ অপরাহ্ন



কোপা দেল রের শেষ ষোলোয় বার্সেলোনা

 

আগের রাউন্ডে অ্যাতলেতিকো মাদ্রিদকে বিদায় করা কোরনেয়া ফের আভাস দিয়েছিল চমক উপহার দেওয়ার। ম্যাচে দুটি পেনাল্টি মিসের হতাশা পেছনে ফেলে শেষ পর্যন্ত কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রোনাল্ড কোমানের বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে কোরনেয়ার মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ বত্রিশের ম্যাচে ২-০ গোলে জিতেছে বার্সা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর স্বাগতিকদের দুর্ভেদ্য রক্ষণদেয়াল ভেঙে কাতালানদের উল্লাসে মাতান উসমান দেম্বেলে ও মার্টিন ব্র্যাথওয়েট।

নিষেধাজ্ঞা পাওয়া লিওনেল মেসির পাশাপাশি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই এদিন খেলতে নামে বার্সেলোনা। তবে বরাবরের মতোই বল দখলে আধিপত্য দেখায় তারা। পাশাপাশি আক্রমণে দাপট দেখিয়ে আঁতোয়ান গ্রিজমান-ত্রিনকাওরা চেপে ধরেন সহজ প্রতিপক্ষকে।

৩৯ মিনিটে মিরালেম পিয়ানিচের স্পট-কিক হুয়ান ডানদিকে ঝাঁপিয়ে রুখে দিলে এগিয়ে যাওয়া হয়নি বার্সেলোনার। আরাউহো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিল রেফারি। ৭৮ মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে অতিথিরা। ক্লেঁমো লংলে ডি-বক্সে ফাউল হওয়ায় পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেননি বদলি নামা দেম্বেলে। তার সোজাসুজি শট পা দিয়ে ঠেকিয়ে দেন হুয়ান।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে অচলাবস্থার অবসান ঘটান ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। দূরপাল্লার জোরালো শটে হুয়ানকে পরাস্ত করেন তিনি। হাতে বল ছোঁয়ালেও তিনি জাল অক্ষত রাখতে পারেননি। কোরনেয়ার বিপদ আরও বাড়ে ১১৮তম মিনিটে। আলবার্ত এস্তেয়েস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এর মিনিট দুয়েক পর পেদ্রির পাসে ফাঁকা জালে বল জড়িয়ে বার্সার জয় নিশ্চিত করেন ডেনমার্কের ফরোয়ার্ড ব্র্যাথওয়েট।

এএন/০৪