শায়েস্তাগঞ্জে স্বপ্নের নীড় হস্তান্তর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
০২:৫৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
০২:৫৮ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে স্বপ্নের নীড় হস্তান্তর

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। 

আজ শনিবার(২৩ জানুয়ারি) সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।  

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ  তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা  ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে,উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাজেন্ট (অব) আব্দুল আলী প্রমুখ। 

আজকে প্রথম ধাপে উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া ও ব্রাক্ষণডুরা ইউনিয়নের কেশবপুরে নির্মিত  ৩২ টি ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

এস ডি/বি এন-০২