দেশে এসেছে চুক্তির ৫০ লাখ ডোজ টিকা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২১
০১:২৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০১:২৪ অপরাহ্ন



দেশে এসেছে চুক্তির ৫০ লাখ ডোজ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’র ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের ত্রিপক্ষীয় চুক্তির তিন কোটি টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে আসলো।

টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

টিকাগুলো বেক্সিমকোর টঙ্গী ওয়্যারহাউসে নিয়ে রাখা হবে। সরকার বলার পর ৬৪ জেলার সিভিল সার্জনের কাছে সেগুলো পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ৪ হাজার করোনার টিকা ‘কভিশিল্ড’ বাংলাদেশে আসে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি টিকা কিনতে গত নভেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবে বেক্সিমকো। প্রতি টিকার দাম পড়ছে ৫ ডলার।

বিএ-০২