বিশ্বনাথ প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে ফ্রেন্ডস্টাফ স্পোর্টিং ক্লাব নাজির বাজার আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ সোমবার (২৫ জানুয়ারি) নাজির বাজার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় তাওহিদ স্পোর্টিং ক্লাব বিশ্বনাথকে ট্রাইব্রেকারে হারিয়ে উইনার স্পোর্টিং ক্লাব সাধুগ্রাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদের সভাপতিত্বে এবং খালেদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার ইমাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, উপজেলার দেওকলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলাল আহমদ, ব্যবসায়ী হারুন মিয়া, জামিল আহমদ, কয়েছ মিয়া ও আলী হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সদস্য তাজুল ইসলাম, মিজান মিয়া, সুয়েব আহমদ, সুহেল মিয়া, সাজুল মিয়া, সানী, ফরহাদ, ফাহিম আহমদ, ফায়েম মিয়া প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এমএ/আরআর-০৭