খেলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২১
১১:১১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
১১:১১ পূর্বাহ্ন
রায়নগর-সোনারপাড়া সমাজ কল্যাণ সংসদ (রাসোস) আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শাহারিয়ার-মারুফ জুটি ২-১ সেটে রাহেল-সিরাত জুটিকে পরাজিত করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিলেটের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক আব্দুর রহমান জামিল।
এসময় আরও উপস্থিত ছিলেন রাসোসের সভাপতি আব্দুর রব সায়েম, হাসিবুর রহমান মাসুম, সদরুল হাসান চৌধুরী, হারুন চৌধুরী, জিয়াউল হক, রাসোস ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আরিফুর রহমান, সাইদ আহমেদ, গোপাল, কেরল চৌধুরী, সিরাত খান।
এছাড়াও উপাস্থিত ছিলেন খেলার বিজয়ী দলের সদস্য নুহ ইবনে ইলিয়াস, মাহবুব আহমেদ সিদ্দিক, ইজাদুর রহমান মুন্না, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, আমিনুর রহমান রাহি, রাহেল আতিক, উসামা বিন ইকবাল, তালহা বিন ইকবাল, মুয়াজ বিন ইকবাল প্রমুখ।
বিএ-১০