সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২১
০৮:১৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
১০:২২ অপরাহ্ন
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় পলক বলেন, 'করোনার টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচার রুখতেই আমি বুধবার রাতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেই। অনলাইনে নিবন্ধন করে আজ টিকা দিলাম। ১০ মিনিট হয়ে গেলো, এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।'
তিনি বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে করোনার টিকা পাচ্ছে না, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ সবার আগে টিকা পেয়েছে।’
করোনার টিকা নিয়ে অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসুন অপপ্রচার রোধ করে দেশের মানুষকে ভালো রাখি। সাহসিকতার সঙ্গে নিবন্ধন করি। এরই মধ্যে এক হাজারের বেশি নিবন্ধন করা হয়েছে।
এএফ/০২