ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৫:২৫ পূর্বাহ্ন
রোটারিয়ানদের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিস্ট্রিক্ট রোটারি ফুটসাল টুর্নামেন্টের। রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে ও রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে সিলেট হলিল্যান্ড বনাম সিলেট হোয়াইট স্টোন এবং সিলেট হিলটাউন মুখোমুখি হবে সিলেট গ্যালাক্সির।
সিলেট নগরের চৌকিদেখির স্পোর্টস কিংডম ইনডোর মাঠে আগামীকাল শুকবার বিকেল ৩টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ভ্যালির সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. কাউসার হোসাইন শাহীন।
তিনি জানান, ‘টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতিতে। ত্রিশ মিনিটের খেলায় প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় অংশ নেবেন। প্রথম দিনে ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার রাত ৮টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আরসি/এএফ-০৯