‘নীতিতে অটল ছিলেন নুর হোসাইন কাসেমী’

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৯, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন



‘নীতিতে অটল ছিলেন নুর হোসাইন কাসেমী’
সিলেটে স্মরণসভা

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নুর হোসাইন কাসেমীর জীবন ও চিন্তাধারা বিষয়ক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ বলেন, ‘আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন ন্যায়-নীতিতে অটল। ইসলামবিরোধী কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ জানাতেন তিনি।’

ড. মুশতাক আরও বলেন, ‘লোভ-লালসা ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ছিলেন কাসেমী। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব সবার মাঝে সাহস যুগিয়েছে। তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনও পূরণ হবার নয়।’

স্মারণসভা ও দোয়া মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ (ক্বওমী মাদরাসা শিক্ষাবোর্ডের) সভাপতি শায়খ জিয়া উদ্দিন, দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আমজাদ হোসাইন ও আবু হুরায়রা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা এমদাদুর রহমান।

স্মরণসভায় আলোচক হিসেবে বক্তব্য দেন, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জাবের আহমদ ক্বাসেমী (আল্লামা কাসেমীর ছেলে)। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নিয়ে আল্লামা নূর হোসাইন কাসেমী এবং দেশের সর্বস্তরের মুসলমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, দরগাহ মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সুরাইঘাট মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছির, নয়াসড়ক মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুজিবুর রহমান, আবু হুরায়রা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জয়নাল আবেদীন, মুক্তিরচর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, দলদলি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, জামেয়া দারুল হুদা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান ক্বাসেমী, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, দারুল উলূম দেউলগ্রাম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মইনুদ্দিন, বারুতখানা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, মাদরাসাতুল মদিনা সিলেটের পরিচালক মাওলানা আবুল বাশার, মাওলানা আবুল কাশেম, মুফতি এবাদুর রহমান, সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ সগির প্রমুখ।

আরসি-০৫