সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন
হাসপালে চিকিৎসাধীন সৌরভ গাঙ্গুলীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে কবে সৌরভ ছাড়া পাবেন সে সম্পর্কে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবাদমাধ্যমকে বলেন, “সৌরভকে দেখে এলাম। ও ভাল আছে। সুস্থ আছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।”
এরপর দুপুরে সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে দেড় ঘণ্টার কাছাকাছি। বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়। প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়েছে। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বেরনোর সময় দেবী শেঠি জানান, ‘‘গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সৌরভ স্থিতিশীল রয়েছেন। কোনও সমস্যা হয়নি।’
এর আগে উডল্যান্ডসে ভর্তি হওয়ার সময়ও সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার অসুস্থবোধ করায় হাসপাতালে ডাক্তারদের পরামর্শ নিতে আসেন সৌরভ । এরপর ডাক্তারদের পর্যবেক্ষণে অ্যাপোলোতে ভর্তি হন তিনি। এর আগে ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পরে।
এএন/০৩