সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২১
০৮:৫৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৮:৫৯ পূর্বাহ্ন
‘কপালটাই খারাপ’—ম্যাচ শেষে আফসোস করছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের এক ফুটবলার। সাইফ স্পোর্টিং ক্লাবকে হারানোর সুযোগ পেয়েও শেষ পর্যন্ত হারের আফসোস তাঁর। গতকাল বৃহস্পতিবার এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২–১ গোলে হারতে হলো মুক্তিযোদ্ধা সংসদকে।
দারুণ জমজমাট এক ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দুই দল উপহার দিয়েছে আক্রমণাত্মক ফুটবল। তিন গোলই করেছেন বিদেশিরা। মুক্তিযোদ্ধার গোলটি উজবেক ফরোয়ার্ড আকবর আলির। একটি করে গোল করেছেন সাইফের নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুকু ও উজবেক মিডফিল্ডার সিরোজিদ্দিন রাখমাতুলেভ।
লিগে চার ম্যাচ খেলে এটি সাইফের দ্বিতীয় জয়। তিন ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার দ্বিতীয় হার।
এএন/০৪