হবিগঞ্জে পৌঁছেছে ৭ হাজার ২০০ ডোজ করোনা ভ্যাকসিন

হবিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৯, ২০২১
০৯:৪০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৯:৪০ অপরাহ্ন



হবিগঞ্জে পৌঁছেছে ৭ হাজার ২০০ ডোজ করোনা ভ্যাকসিন

হবিগঞ্জ জেলায় আজ শুক্রবার (২৯ জানুয়ারি) জেলায় করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বেক্সিমকো ফার্মার ওয়ারহাউস থেকে ভ্যানে করে ৬টি কার্টুনে সাতহাজার ২শ’ ডোজ ভ্যাকসিন হবিগঞ্জে এসে পৌঁছায়। হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ তা গ্রহণ করে।

ভ্যাকসিন গ্রহণকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিলিভ সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, ভ্যাকসিনগুলো জেলা ইপিআই সেন্টারের আয়লারে সঠিক তাপমাত্রায় সংরক্ষন করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের প্রস্ততি নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ৭ ফেব্রুয়ারি দেশব্যাপি করোনার টিকা প্রয়োগে অংশ হিসেবে জেলায় স্বাস্থ্যকর্মি, ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিকরা প্রমুখ।

বিএ-০৮