সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২১
১০:২৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
১০:২৭ পূর্বাহ্ন
নতুন বছরটি ভালো যাচ্ছে না লিভারপুলের। একের পর এক ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে জার্গেন ক্লপের শিষ্যরা। ছন্দহীন লিভারপুল বৃহস্পতিবার রাতে টটেনহ্যামকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে ২০ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে অলরেডরা। ১৯ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ষষ্ঠ স্থানে।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে রবার্তো ফিরমিনো গোল করে এগিয়ে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় ক্লপের শিষ্যরা। ৪৭ মিনিটে গোল করেন ট্রেন্ট আলেজান্ডার আর্নল্ড। ৪৯ মিনিটে পিয়েরে এমিলের চোখ ধাঁধাঁনো এক গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। ৬৫ মিনিটে সাদিও মানে গোল করলেলিভারপুলকে চলে যায় ধরা-ছোঁয়ার বাইরে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
এএন/০৩