সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রাজ্জাক। বাঁহাতের ভেলকি দেখিয়ে দলের অনেক জয়ে নেতৃত্ব দেওয়া এই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘ দিনের সতীর্থ মাশরাফি বিন মর্তুজা। নিজে ভীষণ আনন্দিত জানিয়ে তিনি বলেছেন, এবার রাজ্জাকের ক্ষুরধার মস্তিষ্কের কারুকাজ দেখবে সবাই।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু, একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো, তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি, তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি, ইনশাআল্লাহ।’
রাজ্জাককে GOAT বা সর্বকালের সেরা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) তাদের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন ম্যাশ, ‘এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই। এবার দেখবে তোর মস্তিস্কের, যা নিয়ে কোনোদিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি, ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম, বন্ধু (GOAT)।’
এএন/০৪