এইচএসসি উত্তীর্ণদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩১, ২০২১
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০১:২০ পূর্বাহ্ন



এইচএসসি উত্তীর্ণদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির অভিনন্দন

করোনা মহামারিকাল ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এই অভিনন্দন জানিয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় তৌফিক চৌধুরী ও সালেহ উদ্দিন বলেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এখন জীবনের নতুন এক যাত্রা শুরু করলেন। দৃপ্ত শপথ আর দৃঢ় মনোবলকে সঙ্গে নিয়ে তাদেরকে এখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখতে হবে, যেতে হবে বহুদূরের পথ। এই পথচলায় ঝড়-ঝঞ্ঝা আসবে, অন্ধকার এসে আলোকে ঢেকে দিতে চাইবে, কিন্তু এই নবীনদের থমকে গেলে চলবে না। তাদেরকে মনে রাখতে হবে, তারাই আগামী দিনে সোনার বাংলাকে নেতৃত্ব দেবে।’

মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সাফল্যময় ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

আরসি-১৪