সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২১
০৩:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে সম্প্রতি ওয়ানডেতে অভিষেক হওয়া হাসান মাহমুদকে। দলে টিকে গেছেন তাসকিন আহমেদও। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, মিরপুরে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলের আছেন সিলেটের আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। দলে জায়গা হয়নি সৈয়দ খালেদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের ২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার খালেদ আহমেদ।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচের ১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। যোগ হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। সাকিব তখন মাঠের বাইরে ছিলেন নিষেধাজ্ঞার কারণে, সাদমান বাইরে ছিলেন কবজির চোট নিয়ে।
তাসকিন সর্বশেষ টেস্ট খেলেন ২০১৭ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, হাসান মাহমুদ, নাঈম হাসান, ইবাদত হোসেন।
এএন/০১