এসিসিতে পাপনের স্থলাভিষিক্ত বিসিসিআই সচিব জয় শাহ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩১, ২০২১
০৪:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৪:০৮ পূর্বাহ্ন



এসিসিতে পাপনের স্থলাভিষিক্ত বিসিসিআই সচিব জয় শাহ

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ’র ছেলে।

গতকাল শনিবার সর্বসম্মতিক্রমে এসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো মাত্র ৩২ বছর বয়সী বিসিসিআইয়ের এই কর্মকর্তাকে। বাংলাদেশের নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

ভারতীয় বোর্ডের অর্থ সচিব অরুণ ধুমাল সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে জানিয়েছেন ভারতীয় বোর্ড এবং এশিয়ার বাকি ক্রিকেট বোর্ড নতুন সভাপতির নেতৃত্বে এগিয়ে যাবে এমনটাই আশা করছেন সকলে। 

নিজের বুদ্ধি, পরিশ্রম এবং জ্ঞান কাজে লাগিয়ে এশিয়ান ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেবেন জয় শাহ। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ আয়োজন করে থাকে। গত বছর পাকিস্তানে এই টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য তা বাতিল হয়েছিল। নতুন বছরে এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব পেতে পারে বাংলাদেশ বা শ্রীলঙ্কা। জুন মাসে টুর্নামেন্ট হওয়ার কথা। 

উল্লেখ্য, এশিয়ার ক্রিকেটের আঞ্চলিক প্রশাসনিক সংস্থা এই মুহূর্তে ২৪ সদস্যের সমিতি নিয়ে গঠিত। প্রত্যেকেই জয় শাহর সভাপতি নির্বাচন হওয়াটা খোলা মনে মেনে নিয়েছেন। পাকিস্তানের তরফে বাধা আসতে পারে ভাবা গিয়েছিল। কিন্তু সেরকম কিছু ঘটেনি। 

এএন/০৩