শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : সাংসদ মিলাদ

নবীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ৩১, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন



শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : সাংসদ মিলাদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। ১৯৭৫ পরবর্তী যেকোনো সরকারের চেয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, সম্মানিত করেছে। তাঁদের জন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রীয় কোষাগারের ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যদেরও বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। 

আজ রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ মিলাদ গাজী আরও বলেন, পাকিস্তানি শাসন-শোষণের কবল থেকে এই দেশকে মুক্ত করতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতি লাল-সবুজের একটি পতাকা পেয়েছে। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ, নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছাদু মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এএম/আরআর-০৫