নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

নবীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০২, ২০২১
০৫:৪২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০৫:৪৫ অপরাহ্ন



নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভুয়া রাজস্ব স্ট্যাম্প, ভুয়া কোর্ট ফি তৈরি করে বিক্রির অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডর ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নকল সনাক্তকরণ মেশিন দিয়ে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, ভুয়া কোর্ট ফি বিক্রির প্রমান পাওয়ায় বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এ এইচ/বি এন-০৬