খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৬:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৬:১৭ পূর্বাহ্ন
ঠিক এক বছর পর টেস্ট খেলতে নামলো বাংলাদেশ। সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলো টাইগাররা। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
শুরুতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের (৯) উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরেন বাঁহাতি ওপেনার।
শুরুর সেই ধক্কা সামলে বড় সংগ্রহের পথে যাচ্ছিল সাদমান-শান্ত জুটি। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়েনে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে করেন ২৫ রান। এরপর ক্রিজে আসেন টাইগার কাপ্তান মুমিনুল হক।
এখন লাঞ্চ বিরতি চলছে। ব্যাটিং করছেন সাদমান-মুমিনুল। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৯ রান। সাদমান ব্যাটিং করছেন ৩৩ রানে। মুমিনুল আছেন ২ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১টি উইকেট নিয়েছেন কেমার রোচ।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
বিএ-০৯