শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা।
জানা যায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টায় সুরাবই গ্রামের ডাক্তারবাড়ির বেনু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) রাস্তা দিয়ে হেটে ব্যাডমিন্টন খেলার জন্য যাচ্ছিলেন।
এসময় ৪-৫ জন লোক তার গতিপথ রোধ করে মোবাইল জোর করে ছিনিয়ে নেয়, সে দিতে আপত্তি জানালে তার শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
সম্প্রতি অত্র এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় সাধারণ মানুষরা উৎকন্ঠা প্রকাশ করেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুবকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বি এন-১