সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কোনো ফেসবুক নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কোনো প্রতারক গোষ্ঠী বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। এর আগে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও করেছেন। তাই এসব ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধও জানিয়েছেন তিনি।
এএফ/০৪