ব্রাইটনে ধরাশায়ী লিভারপুল, শিরোপা হারানোর শঙ্কা!

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৬:২৫ অপরাহ্ন



ব্রাইটনে ধরাশায়ী লিভারপুল, শিরোপা হারানোর শঙ্কা!


ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল শিরোপা হারানোর শঙ্কায় রয়েছে। মাত্র ৭ মাসের মাথায় ক্লাবটি পড়েছে শ্রেষ্ঠত্ব হারানোর মুখে। আগামী রবিবার অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে হারাতে না পারলে শিরোপা ধরে রাখার লড়াই থেকে ছিটকে পড়বে দলটি।

ইয়ুর্গেন ক্লপের দলকে এই নির্মম সমীকরণের মুখে পড়তে হচ্ছে কাল রাতে ব্রাইটনের কাছে ১-০ গোলে ধরাশায়ী হওয়ার পর। পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলের আশপাশে থাকা ব্রাইটনের কাছে এই হারকে দেখা হচ্ছে অঘটন হিসেবে। ৫৬ মিনিটে স্টিভেন আলজাটের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পায় ব্রাইটন। ১৯৮২ সালের পর অ্যানফিল্ডে এটাই প্রথম জয় ব্রাইটনের।

দুই সপ্তাহ আগে বার্নলির কাছে হারের আগে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ৬৮ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। কিন্তু ব্রাইটনের কাছে হার দিয়ে সেই অ্যানফিল্ডেই টানা দুই ম্যাচ হেরে বসল স্বাগতিকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ জয় তুলে নেওয়া সিটি এই অ্যানফিল্ডেই লিভারপুলের মুখোমুখি হবে। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকতে এটি লিভারপুলের বাঁচা–মরার ম্যাচ। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। সিটির বিপক্ষে এ ম্যাচে ড্র করলেও শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে পারবে না লিভারপুল।

সিটি অবশ্য ২০০৩ সাল থেকে লিভারপুলের মাঠে জয়ের দেখা পায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে পেপ গার্দিওলার দল। এদিকে ঘরের মাঠে গত ৩৭ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো লিভারপুল।
এএন/০৩