নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, একজনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৪, ২০২১
১০:২৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
১০:২৯ অপরাহ্ন



নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, একজনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড

 

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় ‌‘ক’ তফসিলভুক্ত ভিপি জায়গা থেকে অবৈধভাবে এক্সকেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় ওই জায়গা থেকে অবৈধভাবে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন সদর তহশীল অফিসের লোকজন ও নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এসময় ঘটনার সত্যতা পেয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কানাইপুর গ্রামের আক্তার হোসেনকে নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। 

এএম/বিএ-১৩