সিলেটে প্রথম দিনেই টিকা নিলেন ফুটবলার রনজিত দাস

ক্রীড়া প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন



সিলেটে প্রথম দিনেই টিকা নিলেন ফুটবলার রনজিত দাস


সারাদেশের ন্যায় সিলেটেও সর্বসাধারণের মধ্যে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিনেই সস্ত্রীক টিকা নিলেন প্রবীণ ফুটবলার রনজিত দাস। সকাল ১১টার দিকে স্ত্রী রেখা দাস ও ছেলে রাজিব দাসকে নিয়ে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত টিকাদান কেন্দ্রে হাজির হন।
আনুষ্ঠানিকভাবে সিলেটে করোনার টিকা প্রদান কার্যক্রম হলে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি প্রথম টিকা গ্রহণ করেন। একই সঙ্গে ভিন্ন বুথে টিকা দেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন।
পরে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ডা. আজিজুর রহমান, প্রবীণ ফুটবলার রনজিত দাস, তাঁর স্ত্রী রেখা দাস।
রেখা দাস সিলেট মিররকে জানান, গত রাতে তারা টিকা দেয়ার বার্তা পান। সকালে ছেলে রাজিবকে নিয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে আসেন। তিনি নির্ভয়ে সকলকে টিকা গ্রহণের আহবান জানান।
এএন/০৮