টিকা নিলেন ৩১১৬০ জন, মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া ২১ জনের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৬:৪৯ পূর্বাহ্ন



টিকা নিলেন ৩১১৬০ জন, মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া ২১ জনের

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২১ জনের। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।

রবিবার দেশজুড়ে শুরু হয় করোনাভাইরাসের গণ টিকাদান। প্রথম দিন টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। সবাইকে নিতে হবে দুই ডোজ টিকা।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন। 

প্রথম দিনে দেশে টিকা নিয়েছেন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারী।

বিএ-১১