চেন্নাই টেস্টে ফলোঅন এড়াতে লড়ছে ভারত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন



চেন্নাই টেস্টে ফলোঅন এড়াতে লড়ছে ভারত


প্রতিপক্ষ যে দলই হোক, ঘরের মাঠে বরাবরই শক্তিশালী ভারত। তার উপর সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া থেকে দুর্দান্ত এক টেস্ট সিরিজ জিতে উড়ছে দলটি। কিন্তু সেই দলটিকে তাদের মাঠেই বেশ ভোগাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের বিশাল সংগ্রহের কারণে ভারতীয়রা ফলোঅনে পড়ার শঙ্কায় রয়েছে। তা এড়াতে আরও ১২২ রান করতে হবে স্বাগতিকদের।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ভারতকে বেশ চাপে রেখেছিলেন জো রুট। তার কল্যাণে প্রথম ইনিংসেই পাহাড়সম সংগ্রহ গড়ে দলটি। ফলোঅন এড়াতেই প্রয়োজন দাঁড়ায় ৩৭৯ রান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রবিবার ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত।

চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ফলোঅন এড়াতে আরও ১২২ রান করতে হবে স্বাগতিকদের।
এর আগে ৫৭৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৭৮ (আগের দিন ৫৫৫/৮) (বার্নস ৩৩, সিবলি ৮৭, লরেন্স ০, রুট ২১৮, স্টোকস ৮২, পোপ ৩৪, বাটলার ৩০, বেস ৩৪, আর্চার ০, লিচ ১৪*, অ্যান্ডারসন ১; ইশান্ত ২/৫২, বুমরাহ ৩/৮৪, অশ্বিন ২/১৪৬, নাদিম ২/১৬৭, সুন্দর ০/৯৮, রোহিত ০/৭)।
ভারত প্রথম ইনিংস: ৭৪ ওভারে ২৫৭/৬ (রোহিত ৬, শুভমান ২৯, পুজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১, পান্ত ৯১, সুন্দর ৩৩*, অশ্বিন ৮*; অ্যান্ডারসন ০/৩৪, আর্চার ২/৫২, স্টোকস ০/১৬, লিচ ০/৯৪, বেস ৪/৫৫, রুট ০/১)।
এএন/০২