রেফারিং নিয়ে পিকের সঙ্গে ভিন্নমত বার্সা কোচের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন



রেফারিং নিয়ে পিকের সঙ্গে ভিন্নমত বার্সা কোচের

 

রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে লা লিগায় এ নিয়ে একটু বেশিই বিতর্ক হচ্ছে। আর তা আরও বাড়িয়ে দিয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। অধিকাংশ রেফারি রিয়াল মাদ্রিদের পক্ষেই সিদ্ধান্ত দেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে তার এ মন্তব্যের সঙ্গে একমত নন খোদ তাদের দলের প্রধান কোচ রোনাল্ড কোমান।
রবিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে পিকের মন্তব্যের বিরোধিতা করেন কোমান। তবে এ ডাচ কেবল চলতি মৌসুম প্রসঙ্গে কথা বলতে চেয়েছেন, 'ওইগুলো (পিকের) কথা। আমি এ মৌসুম নিয়ে কথা বলতে পারি, আগের মৌসুম নিয়ে নয়।'

রেফারিরা নির্দিষ্ট কাউকে সমর্থন করেন না বলেই মনে করেন বার্সা কোচ, 'কিছু সিদ্ধান্তে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তবে আমার মনে হয় না তারা সরাসরি আমাদের বিরোধিতা করেছে। সে সিদ্ধান্তগুলো কিছু রেফারির ছিল এবং কিছু ভিএআরের। আমি সবসময় ভাবি রেফারিরা সিদ্ধান্তগুলো সৎভাবেই বেয়। তারা যা দেখে তার ভিত্তিতেই সিদ্ধান্ত দেয় এবং কোনো দলকে সমর্থন করে না।'
এএন/০৩