কমলগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন



কমলগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় ৫ নম্বর ওয়ার্ডে অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্নে খোলা মাঠে যুক্তরাজ্য প্রবাসী এম. ডি আজমল হোসেনের পিতা শিক্ষক মরহুম আমির হোসেন মাস্টারের রুহের মাগফেরাত কামনা করে এসব শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রাসেল আহমদের সঞ্চালনায় ও প্রবাসী এম. ডি আজমল হেসেনের বড় ভাই শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ছাদ আলী, মো. মছখন মিয়া, পাকিছ মিয়া, জুয়েল আহমদ জুলি প্রমুখ।

প্রবাসী এম. ডি আজমল হেসেনের বড় ভাই শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমরা করোনাভাইরাসের খারাপ সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।

এ সময় এলাকার ২০০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

 

এসডি/আরআর-০৫