কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ ফটক উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ ফটক উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ ফটক এর শুভ উদ্বোধন হয়েছে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. সুমন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নির্মল কুমার দাশ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন প্রমুখ।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ ফটকের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।

 

এসডি/আরআর-০৬