নারীদের যোগ্যতার বলে যেকোনো ক্ষেত্রে স্থান করে নিতে হবে

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



নারীদের যোগ্যতার বলে যেকোনো ক্ষেত্রে স্থান করে নিতে হবে
কুলাউড়ায় বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, নারীরা নিজেদের যোগ্য হিসেবে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে চাকরি ছাড়াও যেকোনো ক্ষেত্রে তারা যোগ্যতার বলে স্থান করে নিতে পারেন। প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নেওয়ার জন্য যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করছেন। দুর্গম এলাকার মেয়েরা যাতে সহজে স্কুলে যেতে পারে, সেটা বিবেচনা করে শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে। শুধু সাইকেল নিলেই চলবে না, এর মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারলে তবেই প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এছাড়া দিনভর বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন ও কাজের উদ্বোধন করেন তিনি।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান কুলাউড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল বিতরণ শেষে কুলাউড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২য় তলা ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর কুলাউড়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কুলাউড়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও মোবারকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কুলাউড়া উপজেলার চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল গোলা কাওসার দস্তগীর, থানার ওসি বিনয় ভূষণ রায় ও সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।

কুলাউড়া পৌরসভা পরিদর্শনকালে মেয়র সিপার উদ্দিন আহমদ ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান। এ সময় কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

জেএইচ/আরআর-১০