মৌলভীবাজারে টিকা নিলেন ৮৯৪ জন

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন



মৌলভীবাজারে টিকা নিলেন ৮৯৪ জন

ফাইল ছবি

মৌলভীবাজারে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। দ্বিতীয় দিনে জেলার সকল উপজেলা মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৮৯৪ জন। যেখানে প্রথম দিন জেলার সব উপজেলা মিলিয়ে নিয়েছিলেন ৪২৭ জন।

প্রথমদিনে টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় মানুষের আগ্রহ ও গ্রহণের হার বেড়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় দ্বিতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ৮৯৪ জন। এরমধ্যে পুরুষ ৬০৩, নারী ২৯১ জন। উপজেলা পর্যায়ে মৌলভীবাজার সদরে টিকা নিয়েছেন ২৬৬ জন, রাজনগরে ৭০ জন, কুলাউড়ায় ৮০ জন, বড়লেখায় ১৯০ জন, কমলগঞ্জে ৪২ জন, শ্রীমঙ্গলে ১৭১ ও জুড়ীতে ৭৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গতকাল জেলায় ৮৯৪ জনকে টিকা দেওয়া হয়েছে। 

বিএ-১১