মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:৫৭ অপরাহ্ন



মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের কাজিবাজার থেকে সেজু চৌধুরী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কাজিরবাজারের ঝিলমিল সাজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সেজু চৌধুরী আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া গ্রামের এলাইছ মিয়ার ছেলে। তিনি বাজারে ঝিলমিল সাজ ঘর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার রাতে সেজু দোকানের ভিতর ঘুমিয়ে সোমবার সারাদিন দোকান না খুললে পাশের দোকানের লোকজনের সন্দেহ হয়। এসময় তারা দেখতে পান দোকান ভিতর থেকে লাগানো। ডাকাডাকি করে কোনা সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার ঝুলন্ত লাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সে আত্মহত্যা করছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ/বিএ-০৪