শায়েস্তাগঞ্জে স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে বই বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:১৯ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে বই বিতরণ

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন অফিসের মাঠ সংলগ্ন এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

উক্ত সভায় নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার সভাপতিত্বে ও তানভীর হোসেন শফিক মেম্বারের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাংসদ এডভোকেট মো. আবু জাহির।  

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল,  শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম,  সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,  জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার,  মহিলা ভাইস চেয়ারম্যানসহ অত্র ইউনিয়নের সকল সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বায়ক আব্দুল হান্নান তালুকদার,  ছাত্রলীগ নেতা ক্বারী শামীম আহমেদ, আবিদুর রহমান পাভেল, শেখ সোহানুর রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবু জাহির  শায়েস্তাগঞ্জ উপজেলা সমাজসেবার অধীনস্থ নুরপুর ইউনিয়নের বরাদ্দকৃতদের মধ্যে  ১৩৫ জন প্রতিবন্ধী, ৩৮ জন বয়স্ক ও ২০ জন বিধবাদের মাঝে তাদের বই তুলে দেন।

এস ডি/ বি এন-০৩