শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৯, ২০২১
১১:০৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
১১:০৭ পূর্বাহ্ন
সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার নূরপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ছলিম উল্লাহ'র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ডা. সাখাওয়াত হাসান জীবন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে সমঝোতার ভিত্তিতে গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সভাপতি, ফজলুল করিম ফজলুকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আবু তাহেরকে সাধারণ সম্পাদক, ফারুক মিয়াকে যুগ্ম-সম্পাদক ও আব্বাছ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এসডি/আরআর-০১