শায়েস্তাগঞ্জে ছিনতাইকারীসহ ৪ জন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:০১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:০১ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ছিনতাইকারীসহ ৪ জন গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসআই মফিজুল হকের নেতৃত্বে এসআই সঞ্জিত, এসআই কাউছার মাহমুদ তোরন ও এসআই এম জসিম উদ্দিনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মো. ফরিদ মিয়া (৩০), গ্রেপ্তারি পরোয়ানার আসামি বড়চর তালুগড়াই গ্রামের মৃত সৈয়দ মিয়ার পুত্র রমজান মিয়া (৪৭), নিজগাঁও এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আহাদ মিয়া (৩৭) ও মো. বাবুল মিয়ার পুত্র ছিনতাই মামলার আসামি হৃদয় মিয়া (২১)।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

 

এসডি/আরআর-০৭