রোনালদোকে টপকে গেলেন সুয়ারেজ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন



রোনালদোকে টপকে গেলেন সুয়ারেজ


স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন ক্লাবে গিয়েই যেন আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছেন এই উরুগুয়ান তারকা।

সোমবার রাতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্ট্রোপেলোটিনে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেন সুয়ারেজ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে এই উরুগুইয়ান ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন।

এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন লুইস সুয়ারেজ। ২১ শতকে লা লিগার ইতিহাসে কোনও ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ খেলে ১৫ গোল করেন।

লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দ্য রেডস অ্যান্ড হোয়াইটসরা। এর থেকে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা।
এএন/০৩